নগরীর বাজারে বিএসটিআইয়ের অভিযান, ফলমূলে ফরমালিনের অস্তিত্ব মেলেনি

জাহিদ হাসান নাইম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

পবিত্র মাহে রমজানে ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপদ ফলমূল নিশ্চিত করতে কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ বাজারে বিএসটিআই-এর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিএসটিআই, কুমিল্লা জেলা অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়, যেখানে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে ফলের মান যাচাই ও ওজন যন্ত্রের যথার্থতা নিরূপণ করা হয়।

বিএসটিআই-এর মহাপরিচালকের নির্দেশনায় কুমিল্লা বিএসটিআই’য়ের পরিচালিত এই অভিযানে ১৫টি ফলের দোকান থেকে মাল্টা, আপেল, কমলা, কলা, ড্রাগন ফল, পেঁপে, আঙুরসহ বিভিন্ন ফল সংগ্রহ করে জনসম্মুখে পরীক্ষা করা হয়। পরীক্ষার পর দেখা যায়, এসব ফলের কোনোটিতেই ক্ষতিকর ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। একই সঙ্গে দোকানগুলোর ব্যবহৃত ওজন পরিমাপক যন্ত্রগুলোরও যথার্থতা যাচাই করা হয়, যেখানে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি।

অভিযানটি নেতৃত্ব দেন বিএসটিআই, কুমিল্লা জেলা অফিসের উপপরিচালক (সিএম) কে এম হানিফ। এছাড়া অভিযানটিতে আরও অংশগ্রহণ করেন ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল, পরিদর্শক (মেট) আরিফ উদ্দিন প্রিয় এবং পরীক্ষক (রসায়ন) মোঃ শহিদুল ইসলাম।

বিএসটিআই, কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ জানিয়েছে, জনস্বার্থে এবং রমজান মাসে জনসাধারণকে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।