“আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা সম্মিলিত নারী ফোরাম এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শুক্রবার (৭ মার্চ) সকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিশ্বজুড়ে নারীর সম-অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। এতে আন্তর্জাতিক নারী দিবসের ঘোষণাপত্রও উপস্থাপন করা হয়।
ঘোষণাপত্রে বলা হয়, নারীর মুক্তি, ক্ষমতায়ন ও অধিকার কেবল কাগজে, স্লোগানে বা বক্তৃতায় সীমাবদ্ধ থাকলে চলবে না; এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পারিবারিক, সামাজিক এবং জাতীয় পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে—ধর্ম, বর্ণ, শ্রেণি বা বয়স নির্বিশেষে—সকল নারীর জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করতে হবে। নারীকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সম্মান দিতে হবে। ঘরে-বাইরে, কর্মস্থলে, শিক্ষাপ্রতিষ্ঠানে, যানবাহনে, পথচলায় ও উন্মুক্ত অনুষ্ঠানে নারীর সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া নারীর স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে, নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে। সম্পত্তির উত্তরাধিকার এবং সন্তানের অভিভাবকত্বে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। সর্বোপরি, নারীদের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে তাদের সম্পূর্ণ অংশগ্রহণ এবং স্বাধীন মতামত প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—এইড কুমিল্লা’র নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মো. ইউনুস, দিয়ার নির্বাহী পরিচালক আবুল কাশেম, এড. শামীমা আক্তার জাহান, সৃষ্টির নির্বাহী পরিচালক সালমা আক্তার, ডাউপের নির্বাহী পরিচালক নাসরিন আক্তার, সেইভ দ্য চিলড্রেনের ইনচার্জ (সেন্টার) পারভীন আক্তার, জিসার নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন এবং প্রত্যয় উন্নয়ন সংস্থার আফরোজা রহমান।