পাইকারিতে যে তরমুজ ৩০০ টাকা, খুচরায় তা ৭০০!

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

তীব্র তাপপ্রবাহে চাহিদা বেড়ে যাওয়ায় সিলেটে তরমুজের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। নগরের খুচরা বাজারগুলোতে ৮-৯ কেজি ওজনের একেকটি তরমুজ বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়।

তবে নগরের কদমতলি এলাকায় পাইকারি বাজারে একই সাইজের তরমুজ ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষক পর্যায়ে এ তরমুজ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা দরে। হাত বদল হলেই বাড়ে তরমুজের দাম। ভোক্তা অধিদপ্তর কিংবা জেলা প্রশাসনের তেমন বাজার তদারকি না থাকায় তরমুজের বাজারে কারসাজি হচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ।

হাসান আহমদ নামের এক ক্রেতা বলেন, রমজান ও গরমকে পুঁজি করে খুচরা ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো দাম বাড়িয়ে তরমুজ বিক্রি করছেন। বাধ্য হয়ে চড়া দামেই আমাদের কিনতে হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্ষতিয়ে দেখা উচিত।

তবে নাম প্রকাশ না করার শর্তে আম্বরখানা এলাকার একজন খুচরা তরমুজ বিক্রেতা বলেন, খুচরা বাজারে কোনো কারসাজি নেই। আমরা পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে আনি বলে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করি। এখানে আমাদের কিছুই করার নেই।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জাগো নিউজকে বলেন, বাজার তদারকিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তরমুজের দাম বেশি নেওয়া হচ্ছে, আপনার কাছ থেকে এখন জানলাম। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।