প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নেহাল খানসহ তাঁর আরও দুই বন্ধু। বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় তাঁদের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই নেহালসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে নেহাল খানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।