ফুলগাজীতে বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

ফেনী প্রতিনিধি :  ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙনে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সকাল ১০টা পর্যন্ত উপজেলার ফুলগাজী বাজারসহ অন্তত ৩টি গ্রাম প্লাবিত হয়ে মাছের ঘের, কৃষকের জমি পানির নিচে তলিয়ে গেছে। মুহুরী নদীতে ১০৩ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির চাপ অব্যাহত থাকলে আরো নতুন নতুন স্থানে ভাঙন দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানির চাপে সোমবার সকাল ৮টার দিকে ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের নুরুর বাড়ি সংলগ্ন একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলগাজী বাজার, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুরসহ আশপাশের বিস্তৃর্ণ এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। লোকালয়ে পানির চাপ বাড়ায় মাছের ঘের, জমির ফসল, গোবাদি পশু নিয়ে স্থানীয়রা নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে।

ফুলগাজী বাজারের ব্যবসায়ী আসাদ উদ্দিন জানান, রাতে দোকানের তালা মেরে বাড়ি যাই। সকালে এসে দেখি দোকানের ভেতর পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। পানি এখনো বাড়ছে। বাজারের অন্তত অর্ধশতাধিক ব্যবসায়ীর এমন অবস্থা বলে জানিয়েছেন তিনি।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুন নাহার জানান, সকাল ৮টার দিকে ফুলগাজীর উত্তর দৌলতপুরে বেড়িবাঁধে ভাঙ্গন দেখা দেয়। এতে করে আশপাশের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়াও উপজেলার দরবারপুর ইউপির বরইয়া গ্রামের একটি স্থানেও বেড়িবাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ভাঙন কবলিত স্থানটি সংকোচিত করতে দ্রুত জিও ব্যাগ দিয়ে প্রতিরক্ষা তৈরির প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ দিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, সকাল ৭টার দিকে রেকর্ডে দেখা যায় মুহুরী নদীর পানি বিপদ সীমার ১০৩ সেন্টিমিটার ওপর হয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ না কমলে আরো নতুন নতুন স্থানে ভাঙন দেখা দিতে পারে।