বৈধ টাকা থাকলে চান্দের দেশে বাড়ি বানান যায় : মনিরুল হক সাক্কু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন । মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লার আদালতে প্রচারনার সময় সাংবাদিকরা প্রশ্ন করেন আপনার বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত অভিযোগ করেছেন সিটি কর্পোরেশনের বরাদ্দের টাকা লুটপাট করে কানাডার বেগম পাড়াতে বাড়ি করেছেন। এমন অভিযোগের বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, আপনার বৈধ টাকা থাকলে আপনি চান্দের দেশে বাড়ি বানাতে পারেন। এতে কার কি আসে যায়। আমি বাড়ি বানাই নি। আমার ইচ্ছাও নাই দেশের বাইরে থাকার।

নগরীর কান্দিরপাড়ে রুপায়ন টাওয়ারের নকশা অনুমোদনের জন্য ৮০ লাখ টাকা ঘুষ নিয়েছেন এমন প্রশ্নে মনিরুল হক সাক্কু বলেন, এসব ভুল কথা। আমি হুনছি নৌকা প্রতীক আনতে ৬০ কোটি টাকা ঘুষ দিছে। আমি তো এই কথা বিশ্বাস করি না। দল যারে ভালো মনে করছে তারে নমিনেশন দিছে।

নির্বাচনী মাঠ কেমন কেন্দ্র নিয়ে কোন সমস্যা আছে কি না? এমন প্রশ্নে সাক্কু বলেন, ১০৫ টি কেন্দ্রের মধ্যে ৬৫ টি ঝুকিপূর্ণ। আমি বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারমেয়র পদে সাক্কুসহ ৫ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ২৭ টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ভোট কেন্দ্রে ১০৫ টি, বুথ রয়েছে ৬৪০ টি। ১৩ জুন মধ্য রাত পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে।