ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এ ছাড়া ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী।
আহতরা হলেন- আল-আমিন, দুধ মিয়া, সিরু মিয়া, বাচ্চু মিয়া, শাহজাহান, সানাউল্লাহ, বিল্লাল মিয়া, দ্বীন ইসলাম, বোরহানসহ আরো তিনজন। আহতদের সবাই চর ইসলামপুর এলাকার নজিরাবাড়ি গোষ্ঠীর।
স্থানীয় সূত্র জানায়, নাজিরাবাড়ির শিরু মিয়ার ছেলে আরমানের সঙ্গে ইকতার মিয়ার ছেলে রিফাতের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দেলোয়ার ও আনোয়ার নামে দুজনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সম্ভব হয়নি। শুক্রবার এ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় শাহজাহান নামে এক ব্যক্তির অটোরিকশার গ্যারেজ ও বসতঘর ভাঙচুরের শিকার হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন আলী জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি।