ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
প্রকাশ: ৫ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরের ধীতপুর গ্রামের ৪নং ওয়ার্ডের আক্কেল আলীর শিশু পুত্র ইনসাফ আলী (০৪) ও আক্কেল আলীর আপন ছোট ভাই আশরাফ আলীর শিশু পুত্র সাড়ে তিন বছরের আদিল বাড়ির পাশে খেলা করছিল। খেলার কোন এসময় পরিবারের সদস্যদের অজান্তে শিশুরা বাড়ির পুকুরের পানিতে তলিয়ে যায়।

পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে আশ পাশ ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুজি শুরু করে। পরে বিকেলে বাড়ির পাশের পুকুরে তাদের মৃত দেহ ভেসে উঠে।

শাহবাজপুর ১০ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল পানিতে ডুবে শিশুদের মৃত্যুর বিষয়টির নিশ্চিত করেছেন।