মতলবকে হারিয়ে হা-ডু-ডুতে চ্যাম্পিয়ন দাউদকান্দি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

গ্রামীণ ঐতিহ্যের খেলা হা-ডু-ডু। জনপ্রিয় এ খেলা বিলুপ্তির পথে। গতকাল শুক্রবার (২৫ আগস্ট) জমজমাট ও উৎসবমুখর পরিবেশে দাউদকান্দির চক্রতলা বালুর মাঠে এ হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ হা ডু ডু টুনার্মেন্ট ২০২৩ শিরোনামে এ খেলায় কয়েক হাজার দর্শক সরাসরি খেলা উপভোগ করেন। খেলায় ৫৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে দাউদকান্দি উপজেলা মারুকা প্রবাসী কল্যাণ পরিষদ। মতলব উপজেলা স্পোর্টিং ক্লাবের সংগ্রহ ৫৪ পয়েন্ট।
প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন মতলবের নায়েরগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন তাজ হারিকেন চন্দ্রশেখরদির ম্যানেজার মোঃ আরিফুর রহমান। সভাপতিত্ব করেন
দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ রাসেল আহমেদ (রাফি)।
বিলুপ্ত প্রায় এ হা-ডু-ডু খেলাটি দেখতে ভিড় জমিয়েছেন অনেকে। আয়োজনে সহযোগীতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন মারুকা ইউনিয়ন শাখা । সার্বিক তত্ত্বাধানে ছিলেন দাউদকান্দি উপজেলা ক্রীড়া । অতিথিরা জানান,
গ্রামের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে হা-ডু-ডু খেলাটি। জনপ্রিয় খেলাটি আবার ফিরিয়ে আনার দরকার। তাহলে গ্রাম বাংলার এ খেলাটি প্রাণ ফিরে পাবে।