মালিক শ্রমিকের মধ্যে সেতুবন্ধন করবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ কুমিল্লার উদ্বোধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ কুমিল্লার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ জুলাই) কুমিল্লা নগরীর হাউজিং অ্যাস্টেট এলাকায় এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কিছুদিন পর কুমিল্লা হবে বিভাগীয় শহর। কুমিল্লায় অনেক শিল্প প্রতিষ্ঠান আছে। বিভাগ হওয়ার পর আরও নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। ইন্ডাস্ট্রি সস্প্রসারিত হলে আইনশৃঙ্খলা রক্ষা করা, মালিক-শ্রমিক অসন্তোষ দেখা দিলে সমস্যা সমাধানে ভূমিকা রাখার জন্য পুলিশের দরকার হয়। সরকার সবদিক বিবেচনায় নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নামে বিশেষায়িত সংস্থা করার উদ্যোগ গ্রহণ করেছে। ২০১০ সালের অক্টোবরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সূচনা হয়। আজ কুমিল্লায় এর শাখার উদ্বোধন করা হলো।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ কুমিল্লার পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  ইইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. মাহাবুবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম অাবদুল মঈন, কুমিল্লা-১০ বিজিবির উপ-অধিনায়ক মারুফুল আবেদীন,  কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। বক্তব্য রাখেন কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান, বিসিক কুমিল্লার মহাব্যবস্থাপক মুনতাসীর মামুন, কুমিল্লা চেম্বার অব কমার্সের সহসভাপতি জামাল আহমেদসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।
কুমিল্লা ছাড়াও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত চলবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ এর কার্যক্রম।