মুরাদনগরে আওয়ামীলীগের নেতা কর্মীরা হাত পা ভেঙ্গে দিয়েছে স্বেচ্ছাসেবক দল নেতার

বিএনপির সমাবেশে যোগ দেওয়ায়
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

গত ২৬ নভেম্বর কুমিল্লার গণসমাবেশে আসার ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে আওয়ামীলীগের নেতাকর্মীরা কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক হেদায়েত হোসেনকে (৫২)বেধরক পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করেছেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভুইয়া । মারাত্মক আহত স্বেচ্ছাসেবক দল নেতা হেদায়েত উপজেলার নবীপুর ইউনিয়নের নবীপুর কান্দা গ্রামের মৃত শিরাজুল ইসলামের ছেলে।

বিএনপি নেতা কামাল উদ্দিন ভুইয়া জানান, সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মুরাদনগর উপজেলা সদরের মুরাদনগর-রামচন্দ্রপুর রোডের জনতা বেকারির সামনে আওয়ামীলীগ সন্ত্রাসী শামিম ও বাদশা মেম্বারের নেতৃত্বে দেশীয় অস্ত্রধারী ক্যাডার আলী ইমাম, বাবু, রাব্বি, আবু কালাম, আরমান, সাইমন,নাহিদুল ইসলাম মিয়াসহ ১০-১২ জন মিলে স্বেচ্ছাসেবক দল নেতা হেদায়েত হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা রাম দা, গ্যাসের পাইপ, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে বেধরক পিটিয়ে তার হাত পা ভেঙ্গে রাস্তায় ফেলে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখান আহত হেদায়েত হোসেনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভুইয়া আরো জানান, বিএনপির গত ২৬ নভেম্বর কুমিল্লার গণসমাবেশে যোগ দেওয়ায় এই পর্যন্ত আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় মুরাদনগর উপজেলা বিএনপির ৭ জন নেতাকর্মী মারাত্মক আহত হয়েছে। তাদের ভয়ে অসংখ্য নেতাকর্মী বাড়ি ঘর ছাড়া।

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, এই ঘটনা সম্পর্কে আমি শুনিনি এবং আমাকে কেউ বলেওনি। জেনে জানাতে পারব।