কৃষি অফিস সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলায় এ মৌসুমে সরিষার লক্ষ মাত্রা ৯ হাজার ৪৫ হেক্টর, আবাদ করা হয়েছে ৯ হাজার ৯ হেক্টর। এখানে বারি- ১৪, ১৭ ও ১৮ জাতের সরিষা চাষ করা হয়েছে । তবে বাম্পার ফলন হয় বারি ১৮ ও ১৭ জাতের সরিষার।
কামাল্লা ইউনিয়নের আলগী গ্রামের কৃষক রুক্কু মিয়া জানান, সরিষা ফসলের ফলন ভালো হয়। তাই প্রতিবছর সরিষার আবাদ করি। এবছর এক একর জমিতে সরিষা করেছি। আবহাওয়া অনুক‚লে থাকলে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে।
বাবুটিপাড়া গ্রামের কৃষক মোখলেসুর রহমান বলেন, ৫০ শতক জমিতে সরিষার চাষ করেছি। মাঠে বেশ ফুল ফুটেছে। আশা করছি ফলন ভালো হবে। সরিষায় অধিক লাভজনক হওয়ায় প্রতিবছরের মতো এবারও আবাদ করেছি। এছাড়াও যাত্রাপুর , আন্দিকুট, আকবপুরসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা জানায়, সরিষার তেলের চাহিদা বাড়ায় এবছর এ ফসলের চাষ বেড়েছে। ঝড় বৃষ্টি কম হওয়ায় ফসলের অবস্থা ভালো। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে ফলন হতে পারে।
মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন (পাপ্পু) বলেন, কৃষকের মাঝে ভালো মানের বীজ ও সার সরবরাহ করা হয়েছে। বৃষ্টি বাদলা কম হওয়ায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মাঠ পরিদর্শনে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। প্রাকৃতিক দূর্যোগ না হলে এবারও সরিষার ভালো ফলন হবে বলে আশাবাদী।