রামগঞ্জে বিষপানে প্রাণ দিল স্কুলছাত্রী

লক্ষীপুর প্রতিনিধি ।।
প্রকাশ: ১ বছর আগে

লক্ষ্মীপুরের রামগঞ্জে সামিয়া আক্তার শান্তা নামের দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান।

এর আগে, মঙ্গলবার বিকেলে উপজেলার ভাদুর ইউনিয়নের শমেষপুর মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শান্তা স্থানীয় দিনমজুর শামছুদ্দিন মিজীর মেয়ে। সে আথাকরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বিষক্রিয়ায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় রামগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।