লক্ষ্মীপুর প্রতিনিধি : সংবাদপত্র এজেন্ট ও হকারদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে লক্ষ্মীপুর প্রেসক্লাব। শুক্রবার দুপুরে প্রেস ক্লাব প্রাঙ্গণে হকারদের পাঞ্জাবিসহ ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। জেলায় কর্মরত ৪০ জন হকার ও ৮টি এজেন্ট মালিককে এ উপহার তুলে দেন অতিথিরা।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক রুবেল। সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল।
এ সময় সমাজে ধণাঢ্য ব্যক্তিদের গরিব, অসহায় ও সংবাদপত্র সংশ্লিষ্ট এসব হকারদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, দফতর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল, সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোস্তাফিজর রহমান টিপু।