লালমাই : আড়াই ঘণ্টায় কোন ভোটার আসেনি

সুফিয়ান রাসেল ।।
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে আড়াই ঘণ্টায় এক ভোট গ্রহণ হয়েছে। পাশের বুথে কোন ভোট পড়েনি। প্রিজাইজিং অফিসার জানিয়েছেন ভোটার না আসার কারণ জানা নেই।

বৃহস্পতিবার লালমাই উপজেলা পরিষদ নির্বাচন।
নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০টি বুথে তিন হাজার ৯২৬ জন ভোটার। প্রথম আড়াই ঘণ্টায় পাঁচ শতাংশ থেকে কম ভোট গ্রহণ করা হয়েছে।

৭নং বুথের সহকারী প্রিজাইজিং অফিসার মো. জাবের হোসাইন জানান, বেলা ১১টা পর্যন্ত একজন ভোটার এসেছেন। এ বুথে মোট ভোটার ৩৭৬ জন। এ বুথে নুরপুর, কাছরাইশ ও জয়শ্রী গ্রামের ভোটাররা ভোট দিবেন।

৮নং বুথের সহকারী প্রিজাইজিং অফিসার মো. মোর্তাজা সহকারী বলেন, গত আড়াই ঘন্টায় কেউ আসেনি। ৩৭৬ ভোটারের মধ্যে এখন পর্যন্ত একটি ভোটও গ্রহণ করতে পারিনি। এখানে জয়শ্রী গ্রামের মহিলারা ভোট দিবেন।

নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইজিং অফিসার মো. রুবেল মিয়া জানিয়েছেন,
ভোটার না আসার কারণ জানা নেই। ভোটিং মেশিনে (ইভিএম) শান্তিপূর্ণ হচ্ছে। সকাল ১১টা পর্যন্ত পাঁচ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। এখানে ১০টি বুথে তিন হাজার ৯২৬ জন ভোটার।

প্রসঙ্গত, লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের ৫৭টি কেন্দ্রে ইভিএম এ ভোটরগ্রহণ হয়। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ২১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ৫৭৪ জন। আর নারী ৭৭ হাজার ৬৪৩ জন।