লুঙ্গি ও জুতা দেখে নিখোঁজ ভাইয়ের কঙ্কাল শনাক্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নিখোঁজের দেড় মাস পর খোকন মিয়া নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বাসুদেব ইউপির ঘাটিয়ারা এলাকার একটি পুকুরের পাড় থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

খোকন একই ইউপির বাসুদেব গ্রামের পশ্চিমপাড়ার মৃত ওহিল মিয়ার ছেলে। তিনি ২৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।

জানা যায়, খোকন স্থানীয় সৈয়দ রফিক শাহ ভান্ডারি মাজারে বেশিরভাগ সময় কাটাতেন। ২৬ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। রোববার এলাকার একটি পুকুরের পূর্বপাশে একটি কঙ্কাল দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

কঙ্কালের খবর পেয়ে খোকনের ছোটভাই বশির আহমেদসহ পরিবারের লোকজন দেখতে আসেন। পাশে পড়ে থাকা লুঙ্গি ও জুতা দেখে তার ছোটভাই বশির আহমেদ কঙ্কালটি খোকনের বলে শনাক্ত করেন।

খোকনের ছোটভাই বশির আহমেদ বলেন, আমার ভাই লুঙ্গি ও জুতা পরে বের হয়ে গিয়েছিলেন। সেটা দেখে চিনতে পেরেছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত করেছে তার পরিবার।