শ্রেষ্ঠ পিতার ধন্য কন্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

পিতা দেখায় পথ
সন্তান চলে সে পথখানি ধরে,
তবুও যে সন্তান ভালোর জন্য ছড়ায় আলো
আঁধার কালোতে সমাজের সব ভয় তাড়াতে হয় বাতিঘর
শ্রেষ্ঠ পিতার সেইতো ধন্য কন্যা
মানবতার মা শেখ হাসিনা
তুমি ধন্য তুমি অনন্যা ।
তোমায় পেয়েই স্বপ্নভাঙ্গা মানুষগুলো
আবার পেলো স্বপ্ন অপার
নতুন করে দেখলো বিশ্ব
শান্তি আর সমৃদ্ধি এই সোনার বাংলার
তাইতো তুমি শ্রেষ্ঠ পিতার ধন্য কন্যা
মানবতার মা শেখ হাসিনা
তুমি ধন্য তুমি অনন্যা ।
১৯৪৭ এর ২৮ সেপ্টেম্বর, গোপাল গঞ্জের টুঙ্গিপাড়া
শেখের ঘরে ফুটলো যে ফুল
সেই ফুলের সৌরভে আজ নিখিল মাতোয়ারা।
৭৫ এর কাল রাত্রিতে মা-বাবা, ভাই
সব হারিয়ে হলে স্বজনহারা
সকল শোক বুকে বেঁধে, বললে তুমি
বাংলা আমার দেশমাতা, আমার আছে আম জনতা
নইতো আমি স্বজনহারা।
বজ্রকন্ঠে বললে, শোনো বাংলার ভাই-বোন আর স্বজনেরা
ভয় পেয়োনা আমি আছি সবার সাথে
শিরদাঁড়াটা সোজা করো, উচ্চকন্ঠে জয় বাংলায়
সুর সাধো, দেখবে তখন সারা বিশ^ করবে স্যালুট
বলবে আবার সাবাশ বাংলা, সাবাশ বাংলাদেশ।
তুমি আশ্রয়হীনে আশ্রয় দিলে
আলোহীনে আলো, প্রতিটি বাড়ি খামার করে
অসহায় মানুষগুলোর জীবন হতে
ঘুচালে আঁধার কালো।
অবশেষে উষার আলোয় হাসলো স্বদেশ
গঞ্জ-গ্রাম, শহর-বন্দর, লোকালয় বা দেবালয়
হিমালয় থেকে সুন্দরবন, সবখানেতে উঠলো রব
জয় জয় জয় বাংলা
জয় জয় জয় বাংলাদেশ
জয় জয় জয় শেখ হাসিনা
জয় জয় জয় শ্রেষ্ঠ পিতার ধন্য কন্যা
জয় জয় জয় মানবতার মা শেখ হাসিনা
তুমি ধন্য তুমি অনন্যা ।