জেলা প্রশাসক সূত্রে এসব তথ্য জানা যায়। ২০২১ সালের ১৩ অক্টোবর দুর্গাপূজার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রতিবছর দুর্গাপূজায় ওই সহিংসতার বিষয়টি আলোচনায় আসে।
নগরীর অধিকাংশ প্রতিমা তৈরি করা হয় কান্দিরপাড় কালীবাড়ি এবং ঠাকুরপাড়া (বটগাছ তলা) মন্দিরে। সোমবার দুটি মন্দিরে গিয়ে দেখা যায়, সেখান থেকে তৈরি করা বিভিন্ন প্রতিমা সরবরাহ করা হচ্ছে। ঠাকুরপাড়া মন্দিরের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা বলেন, স্থানীয় প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।
নানুয়ারদিঘির উত্তর পাড়ে তৈরি যে অস্থায়ী পূজা মণ্ডপ থেকে ঘটনার সূত্রপাত হয়েছিল, সেখানে গিয়ে দেখা যায় কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু মণ্ডপের অস্থায়ী প্যান্ডেল তৈরির কাজের দিকনির্দেশনা দিচ্ছেন। তিনি বলেন, প্রতিমা কান্দিরপাড় কালীবাড়িতে তৈরি করা আছে। সময়মতো এনে স্থাপন করা হবে।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, পূজার আনন্দ যেন কোনো অপশক্তি ম্লান করতে না পারে, সে জন্য আইন প্রয়োগ সংস্থার সদস্যরা মাঠে সর্বোচ্চ নজরদারি চালাচ্ছেন। কোনো মহল ষড়যন্ত্র করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।