সাংবাদিক এন.কে রিপনের বাবার পরলোক গমন

আবু সুফিয়ান ।।
প্রকাশ: ২ years ago

দৈনিক সমকালের ফটো সাংবাদিক, কুমিল্লা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নেহাল কুমার দাসের (এন.কে রিপন) বাবা উমেশ চন্দ্র দাস (৭৫) পরলোক গমন করেছেন। গত বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর চাঁনপুর এলাকার নিজস্ব বাসভবনে তিনি মারা যান। তিনি জেলা স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। শুক্রবার দুপুরে নগরীর টিক্কারচর মহাশ্মশানে তাকে সৎকার করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন শুভাকাঙ্খি রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমীন রীমা ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান ও কুমিল্লায় কর্মরত সাংবাদকর্মীরা।y