সাবেক  উপদেষ্টা কামাল চৌধুরী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক যুব ও ক্রীড়াসচিব মেজবাহ উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর নাসিক জামান আদনান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। তবে কোন মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ।