৩ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

মোসাদ্দেকের দারুণ বোলিং জয়ের ভিত গড়ে দিয়েছে টাইগারদের। ১৩৬ রান করলেই সিরিজে ফেরার সুযোগ। আগের ম্যাচে ২০৬ রানের বিশাল টার্গেট তাড়ায় ১৭ রানে হারে বাংলাদেশ।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাণ্ডব চালিয়ে যান ওপেনার লিটন কুমার দাস। তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি আগের ম্যাচে ৮ বলে ৪ রানে ফেরা ওপেনার মুনিম শাহরিয়ার। এদিন তিনি ফেরেন ৮ বলে ৭ রান করে।

মুনিম আউট হওয়ার পর দাপুটে ব্যাটিং করে যাওয়া লিটন দাস নিজের ক্যারিয়ারের ৫৩তম টি-টোয়েন্টিতে ষষ্ঠ ফিফটি তুলে নিয়ে আউট হন। ৩৩ বলে ৬টি চার আর ২টি ছক্কায় ৫৬ রান করে ফেরেন লিটন।

লিটন আউট হওয়ার আগে ৮.৫ ওভারে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭৮ রান। ঠিক পরের বলেই  আউট হন লিটন। তার ঠিক ৩ রানের ব্যবধানে ফেরেন এনামুল হক বিজয় (১৬)। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ে মাত্র ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে জিম্বাবুয়েকে ১৩৫/৮ রানে আটকে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ।