কুমিল্লায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগরীর একটি পার্টি সেন্টারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগর আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগর সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগর কমিটির সভাপতি প্রফেসর আলী আহমেদ এর সভাপতিত্বে ও কুমিল্লা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালমান এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু, শফিকুল আলম হেলাল।
প্রধান আলোক তাঁর বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের বৈষম্য বিরোধীর আন্দোলনকার ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে যে পথ দেখিয়ে গেছেন আমরা সেপথে এগিয়ে যেতে চাই। বিগত দিনে বিতাড়িত আওয়ামী সরকারের শিক্ষামন্ত্রনায়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাই আজ সময় এসেছে শিক্ষা কারীকুলামক নতুন করে ঢেলে সাজিয়ে শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও প্রসার ঘটানো।
আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে কাজ করি। সভাপতির সমাপনী বক্তব্যে প্রফেসর আলী আহমেদ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকল শিক্ষকমন্ডলীকে ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, অতীতের সকল কালিমা ভুলে গিয়ে আমাদেরকে একজন আদর্শবান শিক্ষক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগর কমিটির সহ সভাপতি সম্পাদক ইফতেখার আলম ভুইয়া, সহ সম্পাদক জাহাংগীর আলম, কলেজ শিক্ষক পরিষদ সভাপতি অধ্যাপক সহিদুল ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক মোঃ নুরে আলম খন্দকার, মাধ্যমিক শিক্ষক পরিষদ সভাপতি আবদুল হাই শরীফ ও সেক্রেটারি মোঃ ইসরাফিল মজুমদার।
আনুষ্ঠানে এসময় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগর এর আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আবু আকমান মাসউদ মজুমদার।