কুমিল্লা বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন আবিদপুরে শনিবার রাতে ডাকাতি করার সময় দেখে ফেলায় প্রতিবন্ধী মোঃ রফিকুল ইসলাম কে হত্যা করার অভিযোগ উঠেছে।
মোকাম ইউনিয়ন আবিদপুর হাবিবুর রহমান পাটোয়ারীর ছেলে রফিকুল ইসলাম প্রতিবন্ধী হলেও সবাইকে চিনতে পারত এবং কথা বলতে পারত । শনিবার রাতে তার পাশের চাচার বাড়িতে ডাকাতি হয় । তার মা ও স্থানীয়রা ধারনা করছেন ডাকাতি করার সময় সে ডাকাতদের চিনে ফেলে এজন্য তাকে হত্যা করেছে।
আবিদ পুর এলাকার মোঃ আবুল হোসেন দৈনিক আমাদের কুমিল্লাকে বলেন আমি রবিবার সকালে কুমড়ার শাক আনার জন্য আমার জমিতে যাই হঠাৎ করে দেখি জমির পাশে একটা গাছের সাথে রফিক এর লাশ পড়ে আছে। তখন আমি এলাকার সবাইকে খবর দেই ।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ আজিজুল হক বলেন, খবর পাওয়ার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি । ময়নাতদন্তের পর বলা যাবে হত্যার রহস্য।