কুমিল্লা থেকে প্রকাশিত সাপ্তাহিক মেহেরকুল পত্রিকার নির্বাহী সম্পাদক, অভিযান নিউজ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি ও মানবাধিকার সংস্থা ‘সেভ দ্যা হিউম্যানিটি-বাংলাদেশ’ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ এমদাদুল হক ইয়াছিনকে তার জমি দখলকে কেন্দ্র করে প্রায় সময় ঝগড়ায় লিপ্ত হয় এবং প্রকাশ্যে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী ভূমিদস্যু ফরিদ ভান্ডারীর বিরুদ্ধে। ইতোমধ্যেই কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন জগন্নাথপুর ইউনিয়নস্থ নোয়াপাড়া গ্রামের ভূমিদস্যু ফরিদ ভান্ডারী, তার স্ত্রী হোসনেয়ারা ও ছেলে বখাটে মোঃ শরীফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সরেজমিনে গিয়ে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরিদ ভান্ডারী, তার স্ত্রী ও বখাটে ছেলে মাদকাসক্ত শরিফ ঝগড়াতে ও খারাপ প্রকৃতির লোক। তারা প্রতিবেশী তথা গ্রামবাসীদের সাথেও বিভিন্ন সময় ঝগড়ায় লিপ্ত হয়। গত পবিত্র ঈদুল আযহার দিনও গ্রামের যুবকদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় ফরিদ ভান্ডারী ও তার বখাটে ছেলে। নাম প্রকাশ না করা শর্তে উক্ত গ্রামের কয়েকজন মুরুব্বি জানান, তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ, তার মতো খারাপ লোক এই গ্রামে একটিও নেই এবং তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা ও জেলা লিগ্যাল এইডসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ রয়েছে। পূর্বেও তার বিরুদ্ধে বিচার করার জন্য জগন্নাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনও আমাদের গ্রামে এসেছেন। ফরিদ ভান্ডারী পানি উন্নয়ন বোর্ডে সরকারি চাকরি করলেও বছরে ৩৬৫ দিনের মধ্যে প্রায় সারা বছরই নিজ বাড়িতে অবস্থান করেন এবং প্রতিবেশীসহ গ্রামবাসীদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। আর সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ ইয়াছিন তার প্রতিবেশী হওয়ায় তার বসতভিটা দখলের পাঁয়তারা করছে এবং বেশ কয়েক বছর পূর্বে সাংবাদিক ইয়াছিনের নিকট বিক্রয়কৃত সম্পত্তিরও কিছু অংশ দখল করে নেয়। এর প্রতিবাদ করলেও গ্রামের মুরুব্বীদের জানালে সাংবাদিক ইয়াছিনের উপর ক্ষিপ্ত হয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে প্রকাশ্যে হত্যার হুমকিও তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে বলে জানান। সাংবাদিক মোঃ ইয়াছিন বলেন, প্রকাশ্যে হত্যার হুমকিতে আমি ব্যক্তিগতভাবে খুব আতঙ্কিত এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং আমি কুমিল্লার আইন-শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার এসআই সাইফুর রহমান জানান আমি এই বিষয়টি নিয়ে অবগত আছি, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।