ডাকাতিয়া নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নাঙ্গলকোট প্রতিনিধি ।।
প্রকাশ: ৯ মাস আগে

কুমিল্লার নাঙ্গলকোটের পিপড্ডা-চাঁন্দেরবাগ এলাকায় ডাকাতিয়া নদীতে ডুবে এনু মিয়া ভান্ডারী (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাঁতার দিয়ে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এনু মিয়া ভান্ডারী উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর পশ্চিম পাড়ার মৃত ইদ্রিস মিয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর গ্রামের এনু মিয়া শনিবার সকালে পিপড্ডা চাঁন্দের বাগ এলাকায় কাজের সন্ধানে যান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ওই গ্রামের খালাত বোনের সাথে দেখা করে বাড়ি ফেরার সময় নদীতে কোন নৌকা না পেয়ে সাঁতার দিয়ে পার হওয়ার সময় নদীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা মনু মিয়ার লাশ ভাসতে দেখে উদ্ধার করে তার পরিবারকে খবর দেয়। এনু মিয়ার স্ত্রী ও ৩ ছেলে রয়েছে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, এটি স্বাভাবিক মৃত্যু, তার পরিবারের কেউ অভিযোগ করেনি।