কুবি প্রতিনিধি : ভারতে হযরত মোহাম্মদকে (সা:) নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (১২ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে মানববন্ধন করেন তারা । মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোল চত্ত্বরে এসে
শেষ হয় । মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় দেড় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন । মানববন্ধনে আবু মুসা ভূঁইয়া নামে আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমার রাসূলের এতটুকু সম্মানও তারা কমাতে পারে নাই। মহানবী (সা.) সর্বোচ্চ সম্মানের অধিকারী, কিন্তু কিছু ব্যক্তি সস্তা জনপ্রিয়তার জন্য প্রায় সময়ই মহানবীকে নিয়ে কটূক্তি করে থাকে । আহমেদ উল্লাহ রাফি নামে আরেক শিক্ষার্থী বলেন, যেসময়ে নারীদের সম্মান ছিল না, জীবিত কবর দেওয়া হতো, ঠিক সেসময়ে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলে ঘোষণা করেন মহানবী (সা)। আর সেই মহানবী (সা) এর যখন অপমান হয়, তখন মুসলিমরা কিসের আইন, কিসের বিধি, সে সব তাদের মনে থাকে না । মানববন্ধনে গণিত বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, বর্তমানে ভারতে মুসলিমদের উপর চরম নির্যাতন চলছে। এটা মেনে নেওয়া যায় না। সারা বিশ্বের মুসলিম সমাজ এক হয়ে আমরা ধর্মীয় শান্তি বিনষ্টকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানোর জন্য আহবান করছি । উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মোহাম্মদ (সা:) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন একই দলের দিল্লি ইউনিটের প্রধান নাভিন কুমার জিন্দাল। এ ঘটনার রাষ্ট্রীয়ভাবে
প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা ।