মুরাদনগরে বর্ণিল আয়োজনে শিক্ষক গাজীউল হকের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

 

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজীউল হক চৌধুরীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মুরাদনগর প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ

আবদুল্লাহ হারুন (এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা। প্রধান শিক্ষক জামাল উদ্দিন ও শারমিন ফাতেমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, সহকারী শিক্ষা অফিসার সেলিমগীর হোসেন, সংবর্ধিত অতিথি গাজীউল হক চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা, সাধারন সম্পাদক

জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মাঝি।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা,মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কামরুল হাসান ভূইয়া, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক কমল বকসী, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির

সভাপতি রেজাউল করিম সবুজসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।