কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী। আজ মঙ্গলবার ভার্চুয়াল ফান টাউনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।
ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের তার বক্তব্যে বলেন, ‘আমাদের রাজনীতি হওয়ার উচিৎ ছিল মানুষ গড়ার রাজনীতি, আমাদের রাজনীতি হওয়ার উচিৎ ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত শিক্ষার রাজনীতি। আমাদের রাজনীতি হওয়ার কথা ছিল একটি নৈতিক সমাজ গড়ার রাজনীতি। আমাদের রাজনীতি হওয়ার কথা ছিল একটি স্বচ্ছ ঐক্যবদ্ধ দেশ গড়ার রাজনীতি। আমাদের মনে রাখতে হবে রাজনীতি কোন ব্যাবসা নয়। রাজনীতি হচ্ছে একটি সেবা, মানুষের কল্যাণে কাজ করা।’
তিনি বলেন, ‘আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। অতিতের মত যেনতেন নির্বাচন আমরা চাই না। প্রয়োজনীয় সংস্কারগুলো সেরে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এটা আমরা আশা করি। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী সেটা ডিসেম্বরের আশেপাশে কোন একটা সময়েই হবে বলে আমরা মনে করি।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান সোহেলের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন জামায়াত নেতা সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজী। বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. মোসলেহ উদ্দিন আহমেদ ও মহানগর জামায়েতের নায়েবে আমীর মো. মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক শাহাজাদা এমরান তার লেখা নতুন বই “আঙ্কেল গেইটটা খোলেন না ‘গণঅভ্যুত্থান, কুমিল্লা -২০২৪” প্রধান অতিথি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের হাতে উপহার হিসেবে তুলে দেন।
অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই ইফতার মাহফিলের মাধ্যমে জামায়াতে ইসলামী ও সাংবাদিকদের মধ্যে পার¯পরিক সৌহার্দ্য ও সহযোগিতার স¤পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।