কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আলোচনা ও দোয়ার মাধ্যমে এ ইফতার মাহফিল অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এসময় পাটাতন এর সভাপতি মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাহাত আলোচনা করেন। এছাড়াও আলোচনা করেন পাটাতন এর সাধারণ সম্পাদক সায়েম মুহাইমিন। এছাড়াও পাটাতনের নবীন সদস্যরা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহ বলেন‚ ‘আজকের ইফতার আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে আন্তসম্পর্ক বৃদ্ধি, সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে ও আগামীদিনের কার্যক্রমে শক্তি যোগাবে বলে বিশ্বাস করি। আমাদের আয়োজনে স্বতস্ফুর্ত অংশগ্রহনের জন্য উপস্থিত শিক্ষকবৃন্দ, ও সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অশেষ ধন্যবাদ। আশা করি সবার অংশগ্রহণ ও সহযোগিতায় ক্যাম্পাসে বুদ্ধিবৃত্তিক চর্চা ও নানামুখী সৃষ্টিশীল কাজ অব্যাহত থাকবে।’