কুমিল্লা আইডিয়াল কলেজে গণিত উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লা গণিত ক্লাবের আয়োজনে কুমিল্লা আইডিয়াল কলেজে গণিত উৎসব- ২০২২ আয়োজন করা হয়। উৎসব শেষে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা কুমিল্লা গণিত ক্লাবের সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। কুমিল্লা গণিত ক্লাবের সমন্বয়ক গাজীউল হক সোহাগ এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন । এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. মুনির আহাম্মদ, কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ এম নার্গিছ আক্তার, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মো. তফাজ্জল হোসেন, এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালি। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, মো. ইমতিয়াজ মজুমদার, মো. আদনান ছাত্তার মজুমদার, ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের পদার্থবিজ্ঞান বিজ্ঞাগের প্রভাষক আখিঁ আলম রকি, সহকারী শিক্ষক ফয়সাল আহামেদ, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়েল গণিতের সহকারী শিক্ষক মো. দুলাল হোসেন, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রভাষক মো: হাসান ভূইয়া, মো: নাজমুল হোসাইন খান, মোহাম্মদ মনির হোসেন, নাইমা আক্তার, ফয়েজুল হাসান বাবু, সুফিয়া আক্তার নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, মিঠুন মজুমদার, সাইফুল ইসলাম, আয়েশা আক্তার। গণিত উৎসবে কুমিল্লা আইডিয়াল কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর শতাধিক শিক্ষার্থী গণিত উৎসবে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে ১২ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও ৫ জন শিক্ষার্থীকে বিশেষ পুরষ্কার দেওয়া হয়। গণিত উৎসবের প্রশ্নপত্র তৈরি ও মূল্যায়নে সহযোগীতায় ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।