কুমিল্লা মানব কল্যাণ ও রক্তদান সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লা মানব কল্যাণ ও রক্তদান সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৬ই ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটায় কুমিল্লা নগরীর ১ নং ওয়ার্ডের মৌলভীপাড়ায় সংগঠনের সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী মহসিন কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারী ওমর ফারুক সুজন সংগঠনের পরিচালক সাইফুল নেওয়াজ শাকিল,হাফেজ শরিফুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। এতে শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি আবুল কালাম পাটোয়ারী বলেন,শীতের তীব্রতা বাড়ার আগেই আমরা শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি যাতে মানুষ শীত নিবারণ করতে পারে। সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাব শীতের শেষে শীতবস্ত্র দিয়ে লাভ নেই, এখন যদি শীত বস্ত্র বিতরণ করেন এতে সাধারণ মানুষ উপকৃত হবে। আমরা চেষ্টা করছি আরও কয়েকটি স্থানে শীতবস্ত্র বিতরণ করব। আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যৌতুকবিহীন বিয়ে,বিনামূল্যে চিকিৎসাসহ নানান সামাজিক কর্মকাণ্ড করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।