কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাশের হার ও জিপিএ ৫ দুটোই কম পাশের হার ৭৮.৪২; জিপিএ সাড়ে ১১,৬২৩ জন

এস এস সি পরীক্ষার ফলাফল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

আজ শুক্রবার কুমিল্লা শিক্ষা বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে এবার কুমিল্লা বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৭৮.৪২ জনে। যা গত বছরের তুলনায় ১২.৮৬ ভাগ কম। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন। যা গত বছরের তুলনায় ৮ হাজার ৩৭৫ জন কম।গত বছর এ বোর্ডে জিপিএ ৫ ছিল ১৯ হাজার ৯৯৮ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষনা করেন।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০২২ সালে কুমিল্লা বোর্ডের অধীন ৬ জেলা থেকে মোট ১ লক্ষ ৮২ হাজার ৬৩৫ জন পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে পাশ করেছেন ১ লক্ষ ৪৩ হাজার ২১৬ জন। পাশের হার ৭৮.৪২ ভাগ।
কুমিল্লা বোর্ডে বিভাগ ওয়ারী পাশের হার হচ্ছে বিজ্ঞান বিভাগে ৯৫.৮৪ ভাগ, মানবিক বিভাগে ৬১.৮৪ ভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৯.১১ ভাগ।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে মোট ৭৭ হাজার ৫৩৪ জন ছাত্র তিন বিভাগে পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে ৬০ হাজার ৭৪৭ জন । অপর দিকে,১ লক্ষ ৭ হাজার ৭০২ জন ছাত্রী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৮২ হাজার ৪৬৯ জন।