কেন্দ্রীয় বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের চূড়ান্ত বিজয়ের আংশিক বিজয় আমরা পেয়েছি। চূড়ান্ত বিজয় তখনই হবে যখন আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো৷ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বুড়িচংয়ের ময়নামতি এলাকায় জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বুড়িচং উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মোস্তাক মিয়া আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রাম করেছে এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে ফিতে।
এই সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতা গুম খুনের শিকার হয়েছে। এই ১৬ বছরের লড়াই সংগ্রামের চূড়ান্ত আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রতিটি নেতাকর্মী রাজপথে ছিলো। আমাদের নেতা তারেক রহমানের কঠোর নির্দেশনা ছিলো রাজপথে বৈষম্যবিরোধীদের সাথে থাকতে৷ আমাদের নেতা তারেক রহমান বলেছেন, শেখ হাসিনা চলে গেলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গিয়েছে। তাই আমি বলবো, কোনো ফ্যাসিস্টের দালালকে কমিটিতে রাখা যাবে না।
কুমিল্লার বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া আরো বলেন, বিগতদিনে আন্দোলন সংগ্রামের মাঠে বিএনপিকে নেতৃত্ব দিয়েছে বুড়িচং উপজেলা পরিষদের একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান এবং বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান। সে এই তৃণমূল বিএনপির নেতা। আপনাদের সুখে দুঃখে সে পাশে ছিলো এবং আগামী দিনেও আপনাদের পাশে থাকবে।
নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা আরো বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে৷ আপনারা জানেন, ষড়যন্ত্র শেষ হয়ে যায় নি। সেই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদেরকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১১টি অঙ্গসংগঠনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে জাসাস। বুড়িচং উপজেলাবাসী আজ প্রমাণ করেছে জাসাস জাতীয়তাবাদী দলের একটি শক্তিশালী অঙ্গসংগঠন।
এ সময় কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. জাকির হোসেন রোকন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাবেদ আহমেদ কিসলু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাসাসের আহবায়ক সিরাজুল ইসলাম মিলন।
এসময়, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শরীফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাস’র সদস্য সচিব মো. নাছির উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব জামাল খন্দকার, জাসাস কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক জাবেদ আহাম্মেদ কিসলু, জাসাস দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক রোটা. আবদুল খালেক মোল্লা, জাসাস দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. সালাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সদস্য আবু জাহের শিপু, বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দিন সবুজসহ জাসাসের বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ।
এর আগে সম্মেলনের শুরুতে বুড়িচং উপজেলার বিভিন্ন প্রান্ত কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হন। পরে, সম্মেলনের শেষে জাসাস বুড়িচং উপজেলার ৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি, মো. ওমর ফারুক,সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাহাবুবুর রহমান , সিনিয়র যুগ্ম সম্পাদক মফিজুল হাছান ভূইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়েজ খাঁন।