গরম ইঞ্জিনে পানিতে ঢালতেই ঝলসে গেল ট্রেনচালকের শরীর

চাঁদপুর প্রতিনিধি।।
প্রকাশ: ১০ মাস আগে

চাঁদপুরে ইঞ্জিনের গরম পানিতে ঝলসে গেছে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার সাইদ মো. আবু তাহেরের শরীর।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর স্টেশন মাস্টার শোয়েবুল শিকদার।

জানা যায়, সকালে ১৮ বগির মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার সাইদ মো. আবু তাহের দেখেন, ট্রেনের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেছে। পরে তিনি নিজ উদ্যোগে ইঞ্জিনের ভেতরে ঠান্ডা পানি ঢালতে গেলে সেই পানি গরম ইঞ্জিনের সঙ্গে লেগে ছিটকে তার মুখমণ্ডল ও বুক ঝলসে যায়। এ সময় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরিভাবে কুমিল্লা পাঠানো হয়।

চাঁদপুর স্টেশন মাস্টার শোয়েবুল শিকদার বলেন, মেকানিক্যাল ত্রুটির কারণে ইঞ্জিন মারাত্মক গরম হয়ে যায়। এতে আমাদের একজন চালক তা ঠান্ডা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এখন তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ওই ট্রেনের ইঞ্জিনও নষ্ট হয়ে গেছে। চট্টগ্রাম বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের নির্দেশে লাকসাম থেকে একটি নতুন ইঞ্জিন এনে প্রায় ৩ ঘণ্টা পর ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়

তিনি আরো জানান, এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।