জব্দকৃত ১০৬ মণ মাছ গেল এতিমখানায়

চাঁদপুর প্রতিনিধি।।
প্রকাশ: ১ মাস আগে

চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার হাজার ২৫০ কেজি ইলিশ (১০৬.২৫ মণ), ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (৩০ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর হাইমচর ইশানবালা নামক স্থান থেকে চার হাজার ২৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করা হয়। একই সময় জব্দ করা হয় মাছের সঙ্গে থাকা ট্রলার।

তিনি আরো বলেন, ঐ মাছের সঙ্গে থাকা অসাধু ব্যক্তিরা পালিয়ে গেছে। যে কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।