চাঁদপুর জেলা পরিষদে আওয়ামী লীগ প্রার্থীর আপিল নাকচ

চাঁদপুর প্রতিনিধি ॥
প্রকাশ: ২ years ago

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ গাজীর আপিল আবেদন খারিজ হয়ে গেছে।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী বৃহস্পতিবার এই আদেশ দেন বলে জানিয়েছেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন যাচাই-বাছাইয়ে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান।
প্রতারণা মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হওয়ার ১১ বছর পর গত ২০ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে ইউসুফ গাজীকে কারাগারে পাঠায় খুলনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত।
ওই মামলার নথি থেকে জানা গেছে, দিয়াশলাই ফ্যাক্টরিতে কাঠ সরবরাহের যৌথ ব্যবসার প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে তিন লাখ ৮৫ হাজার টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ইউসুফ গাজীর বিরুদ্ধে ২০০৪ খুলনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন হুমায়ুন কবির নামে স্থানীয় এক ব্যক্তি।
ওই মামলায় আদালত আসামিকে খালাসের রায় দিলেও আপিলে ইউসুফ গাজীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১১ সালের ৫ অক্টোবর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গ্রেপ্তার তথা আত্মসমর্পণের তারিখ থেকে রায় কার্যকর হবে বলে ওই রায়ে উল্লেখ করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ নির্বাচনে ইউসুফ গাজীর মনোনয়নপত্র বাতিলের আবেদন জানিয়েছিলেন সদ্য পদত্যাগী চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও চেয়ারম্যান প্রার্থী ওসমান গনি পাটওয়ারী।
এই জেলা পরিষদ নির্বাচনে সর্বশেষ চেয়ারম্যান পদে পাঁচ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এরপর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।