নাঙ্গলকোটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাঙ্গলকোট প্রতিনিধি ।।
প্রকাশ: ১ মাস আগে

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের পশ্চিম খাঁড়ঘর গ্রামের মাহির মোস্তাকিম তাজ (৫) নামে এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্য হয়েছে। শিশু মাহির ওই গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমানের একমাত্র ছেলে। ব্যবসায়ী মিজানের এক পুত্র ও দুই কন্যা সন্তানের মধ্যে মহির দ্বিতীয়। রবিবার সকালে পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার ঝুপুয়া গ্রামে নানার বাড়িতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা মাহিরকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহিরের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তার ফুফু আছমা আক্তার।
মাহিরের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার খাঁড়ঘর গ্রামের ব্যবসায়ী মিজানের স্ত্রী গত ২০দিন পূর্বে বাবার বাড়ি পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ঝুপুয়া গ্রামে কন্যা সন্তানের জন্ম দেয়। রবিবার সকালে নবজাতক শিশু কন্যাকে নিয়ে শিশু মাহিরের মা ঘরে থাকায় নানার বাড়ির অন্যান্যদের অগোচরে খেলতে খেলতে শিশু মাহির মোস্তাকিম তাজ বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু মাহিরের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।