পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি বেড়েছে নারী ভোটার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শীতের শেষে বসন্তের হাওয়া বইছে। বেলা বাড়ার পাশাপাশি, বাড়ছে রোদের উত্তাপ। সকালে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। ভোট দেওয়ার জন্য ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন। তরুণ থেকে বৃদ্ধ সকলেই ভোট দিতে আসছেন।
তবে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটার বেশি দেখা যাচ্ছে। আজ শনিবার (৯ মার্চ) কুমিল্লা নগরীর ৫ নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭ নং ওয়ার্ডের ইসহাক সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯ নং ওয়ার্ডের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, ১৯ নং ওয়ার্ডের নেউরা সরকারী প্রাঃ বিঃ, ২৬ নং ওয়ার্ডের গোয়াল মথন সরকারী প্রাঃ বিঃ কেন্দ্রে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গিয়েছে।
সরজমিনে ঘুরে দেখা যায়, সকাল ১১ টার পর থেকেই কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করে। নারী ভোটারদের বেশি আসতে দেখা গিয়েছে।
যে যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সন্তুষ্ট প্রকাশ করছে। তরুণ ভোটারদের সঙ্গে বৃদ্ধ ভোটার বেশি আসতে দেখা গিয়েছে। ভোটের পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করছে ভোটাররা। জীবনে প্রথমবার ভোট দিয়ে আনন্দিত আবুল কাশেম। তিনি থাকেন ২৬ নাম্বার ওয়ার্ডে। তিনি বলেন, ‘ভোট কেন্দ্রের পরিবেশ খুব ভালো। ভোট কেন্দ্রের পরিবেশ একেবারে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’
৫০ বছর বয়সী ভোটার শাহ আলম তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরে আনন্দ প্রকাশ করে বলেন, ‘ভোট কেন্দ্রে কোনো ঝামেলা নেই। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।’