প্রতিবেদনের পর সংস্কার করা হয়েছে বঙ্গবন্ধুর ফলক

সদর দক্ষিণ পরিবার পরিকল্পনা কার্যালয় ;
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় । পরিবার পরিকল্পনা কার্যালয় ঢুকতেই চোখে পড়বে বঙ্গবন্ধুর ফলক। গত ২৫ মে কুমিল্লার জমিন প্রতিবেদনে গণমাধ্যমের ফেসবুক পাতায় ‘সদর দক্ষিণে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি’ শিরোনামে তিন মিনিটের একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়।
এ প্রতিবেদনের পর সংস্কার করা হয়েছে বঙ্গবন্ধুর ফলক। যা নজর কাড়ছে সবার সেবাগ্রহীতাদের।

পিপুলিয়া গ্রামের বাসিন্দা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী হালিমা আক্তার জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা বইতে পড়েছি। কিন্তু আমাদের উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের নির্মিত বঙ্গবন্ধু ফলকের দিকে তাকালে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চোখে দৃশ্যমান হয়ে ওঠে।

ফলকে আরো দেখাযায় পরিবার পরিকল্পনা বিষয়ক বঙ্গবন্ধুর একটি কথা লেখা রয়েছে।

সদর দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন মিয়া জানান, দীর্ঘদিন পর আমরা
বঙ্গবন্ধুর ফলক সংস্কার করেছি। ইতিহাস আমাদের যেমন চিন্তা–চেতনাকে জাগ্রত করে, ঠিক তেমনি দেশকে নিয়ে মহান এ নেতার আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা দেয়। এসব দেখে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ধারণা পাবে।