ফেনীর তিন সাবেক এমপির বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

ফেনী-৩ আসনের সাবেক সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে ফেনী-২ আসনের সাবেক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নানার বাড়িতে আগুন দেওয়া হয়। আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পৃথক পৃথক এসব ঘটনা ঘটেছে। গত ৫ আগস্ট এসব স্থাপানায় এমন হামলা হয়েছিল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা শহরে একটি বাড়ি ও একটি কার্যালয়ে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আন্দোলনকারীরা কর্মসূচি শেষে স্থান ত্যাগ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।