যে কারণে কুমিল্লা মহানগর  আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে গ্রেপ্তার করলো সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

এর আগে রাতে সেনাবাহিনীর সদস্যরা নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কবির শিকদার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ অনুসারী। গত জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকা ছিল। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে৷ সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। এ ছাড়া আগামীকাল শনিবার (১৮ জানুয়ারি) হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন বলে জানা যায়।