লাকসামে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর বাড়িতে হামলা,আহত ৭

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

কুমিল্লার লাকসামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নানের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার( ২৮ সেপ্টেম্বর) বিকালে জেলার লাকসাম পৌরসভার আব্দুল মান্নানের বাড়ির পাশে গাজীমুড়া কামিল মাদ্রসার মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুল মান্নানের সমর্থিত আওয়ামীলীগের কর্মী ফারুক, রাশেদ, শাহজান, মনিরসহ সাতজন গুরুতর আহত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার অফিসার ইনচার্জ মাহফুজ আহমেদ বলেন, কে বলছে হতাহতের ঘটনা ঘটছে। এখানেতো কোনো ঘটনাই ঘটেনি। লাকসামে কোনো মারামারির ঘটনা পাওয়া যায়নি। সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে। যারা বলে এমন ঘটনা ঘটছে তাদের নাম দিন।

প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে আমার বাড়ির পাশে মাদ্রাসার মাঠে একটি আলোচনা সভা করেন স্থায়ী আওয়ামীলীগের নেতাকর্মীরা। সেখানে আমি উপস্থিত হলে অতর্কিতভাবে আমাদের উপর এলজিডি মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাব্বত
আলীর নেতৃত্বে জাহাঙ্গীর, সিহাব, শামীম, স্বাধীন মনির, রুবেল, ফরিদ, তুষার, কাউসার, হত্যা মামলার আসামী রাসেল, সাইফুল ইসলাম, রাজু ফারুক হাসিব, ফাহিম, নিশাদ, কাউসার, সোহেল, সৌরভের সহযোগিতায় হামলা চালানো হয়। তারা আমাদের কে অস্ত্রের মুখে জিম্মি করে। মোবাইল ছিনতাই করা হয়। সন্ত্রাসী মোহব্বত আলীর নেতৃত্বে হামলায় সাত জন আওয়ামীলীগের নেতাকর্মী গুরুতর আহত হয়।

এ বিষয় জানতে লাকসাম উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলীর সাথে যোগাযোগ করা হলে, তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, বিষয়টি জেনে বিস্তারিত জানাতে পারব।