শিশু জন্মের ১০ ঘণ্টর মধ্যে নিবন্ধন দিলেন কাউন্সিলর আনোয়ার

কুমিল্লা সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড:
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে
পৃথিবীর আলো দেখার ১০ ঘণ্টার মধ্যে জন্ম নিবন্ধন হাতে পেয়েছে মোহাম্মদ বিন সুফিয়ান নামের শিশু।

স্টাফ রিপার্টার।।

গত শনিবার দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে শিশুটি। পরিবারের সদস্যরা নাম রাখে মোহাম্মদ। পরদিন রবিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার মধ্যেই শিশু মোহাম্মদের মিলেছে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। জন্মের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই শিশুটির জন্ম নিবন্ধন সনদ হাতে পেয়েছে পরিবার।

 

শিশু মোহাম্মদ কুমিল্লা নগরীর দিশাবন্দ এলাকার আবু সুফিয়ান রাসেলের ছেলে। রবিবার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে তার নিবন্ধনের সনদ দেওয়া হয়।

 

শিশুটির পিতা আবু সুফিয়ান রাসেল বলেন, ‘জন্ম নিবন্ধন মানুষের নাগরিক অধিকার। আমার সন্তান বড় হয়ে যখন জানবে সে জন্মের প্রথম দিনে দেশের থেকে একটি স্বীকৃতি লাভ করেছে, তখন তার দেশপ্রেম বাড়বে এবং তার ভালো লাগবে। এ ভালো লাগা স্বপ্ন দেখাবে, যে স্বপ্ন হবে চির প্রশংসিত। আমার সন্তানের নাম রেখেছি মোহাম্মদ। দোয়া করি সে যেন বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারে। ’

 

কুমিল্লা সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, ‘আমরা নিভৃতে নাগরিক সেবা দিয়ে যাচ্ছি, জন্ম নিবন্ধন যার অন্যতম। রবিবার অফিস খোলার পরপরই ওই শিশুর বাবা নিবন্ধনের অনলাইন আবেদন নিয়ে আসেন। প্রথম দিন নিবন্ধন করতে এসেছে দেখে আমরাও খুশি হয়েছি। এ কাজটির মাধ্যমে জনসচেতনতা তৈরি হবে বলে বিশ্বাস করি। ’ 

 

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘জন্ম নিবন্ধন হলো একজন মানুষের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। ’