সে ২১শে আসে ২১শে মিশে

সাইমুম ইসলাম অপি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

সে একুশে আসে একুশে মিশে ।
চিত্ত উৎখাত করে সে শহীদমিনারে রুপান্তরিত হয়।
তরুণতা উদ্দীপ্ত করে সে রাজপথ রঙিন করে।
ব্যানার, ফেস্টুন ছাপিয়ে জনতার মিছিলে প্রতিবাদী কন্ঠে চিৎকার করে বাংলা বর্ণমালার দাবিতে সে সালাম, রফিক, বরকত ও সফিউলে রুপান্তরিত হয় ।

সে একুশে আসে একুশে মিশে ।
রাষ্ট্র ভাষা বাংলা চাই ধ্বনির প্রতিধ্বনিতে সমগ্র শহর সে প্রকম্পিত করে।
প্রজাতন্ত্রের সমগ্র অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে সে ভয়ের উদ্রেক ঘটায়।
সে দুঃখিনী মায়ের কোলের সন্তানকে ২১ এ রুপান্তরিত করে।

সে একুশে আসে একুশে মিশে ।
পাকিস্তানে এসে বাংলাদেশ হয়ে সে বিশ্বে রুপান্তরিত হয়।
রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে মায়ের পবিত্রাত্মাকে সে হায়েনার নিষ্ঠুরতায় বিসর্জন দেয়।
সে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে বুলেটের আঘাতে যুবকের বুক ঝাঁজরা করে লাশে রুপান্তরিত হয়।

সে একুশে আসে একুশে মিশে ।
পাকিস্তানের সুখে বাংলার আকাশে সে শোকের বার্তা ছড়ায়।
বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে উর্দু ভাষার বিপক্ষে না না শব্দে বাংলার জন্য সে স্লোগান তুলে।
বাংলা কেঁড়ে উর্দুর জয়ধ্বনির নীরব ষড়যন্ত্রের কাছে বিজয়ী হয়ে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর সে আন্তর্জাতিক মাতৃভাষায় রুপান্তরিত হয়।