১৭শ’ সদস্যের মাঝে চাঁদপুর জেলা পুলিশের উপহার

চাঁদপুর প্রতিনিধি ।।
প্রকাশ: ১ বছর আগে

পুলিশের সদস্যদের জন্য ঈদ শুভেচ্ছা হিসেবে পাঞ্জাবি ও শাড়ি বিতরণ করেছে চাঁদপুর জেলা পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর পুলিশ লাইনস্ মাল্টিপারপাস সেডে একটি সাম্য অবস্থান তুলে ধরার জন্য পুলিশের ঊর্ধ্বতন অফিসার, কন্সটেবল ও কর্মচারী সবাই একই পোষাক পরিধান করে ঈদ উদযাপন করার লক্ষ্যে জেলা পুলিশের এই উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ (বিপিএম-বার)।

তিনি বলেন, এরমধ্যে ঈদের আমেজ শুরু হয়ে গেছে। ঈদ ও নতুন কাপড়ের মধ্যে একটি যোগসূত্র রয়েছে। আমরা জেলা পুলিশ একটি পরিবার। সব সদস্যের অনেক দামি কাপড় থাকতে পারে কিন্তু ঈদের দিন সবাই এই কাপড় পরিধান করে ঈদের নামাজ পড়বো।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) পলাশ কান্তি রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশের সদস্য ও কর্মচারী ১৪০০ জন, নারী সদস্য ২০০ জন ও কমিউনিটি পুলিশিংয়ের ১০০ জনসহ মোট ১৭০০ জনের মাঝে পাঞ্জাবি ও শাড়ি বিতরণ করে চাঁদপুর জেলা পুলিশ।