স্টাফ রিপোর্টার।।
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য মনোনয়ন ফরম কিনলেন আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী ও কুমিল্লা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাসুদ পারভেজ খান ইমরান (সিআইপ)।
আজ শুক্রবার বিকালে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ফরম সংগ্রহ করে কুমিল্লা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাসুদ পারভেজ খান ইমরান (সিআইপ) বলেন, আল্লাহর রহমতে আসন্ন কুসিক নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি খুবই আশাবাদী। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।