চৌদ্দগ্রামে ছয় মাসে মাদকের ১৮৮ মামলা, গ্রেফতার ১৮৯

আবুল বাশার রানা।।
প্রকাশ: ১০ মাস আগে

চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত গত ছয় মাসে চৌদ্দগ্রামে মাদকের ১৮৮ মামলায় গ্রেপ্তার হয়েছে ১৮৯ জন ।
চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ,র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব),ডিবি,হাইওয়ে পুলিশ,সিআইডি,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি),সবচেয়ে বেশি অভিযান চালিয়েছে পুলিশ।
উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। যার মধ্যে গাঁজা ১হাজার ৫২৬কেজি,ইয়াবা ১৭হাজার ১৬৭পিস,ফেনসিডিল ৩হাজার ৫৪৩ বোতল,বিদেশি মদ ২১০বোতল,বিয়ার ১০২ বোতল,এস্ক্রাফ সিরাপ ২৬৫বোতল,হুইস্কি ২২বোতল।
মঙ্গলবার(১১জুলাই)দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শুভ রঞ্জন চাকমা।
ওসি জানান,গত ছয় মাসে চৌদ্দগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা অভিযান চালিয়েছে।এর মধ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৯টি মামলায় ১১৩জন মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে।এসময় তাদের থেকে বিপুল পরিমানে মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। গাঁজা ৮৫৩কেজি,ইয়াবা ১৫হাজার১০৭পিস,ফেনসিডিল ১হাজার৫৬০বোতল,বিদেশি মদ ১৮৬বোতল,এস্কাফ সিরাপ ২৬বোতল,বিয়ার ২১বোতল,হুইস্কি ৩০বোতল।
তিনি আরো বলেন,জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার স্যারের দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।