চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র ৫৫ সদস্যের আহবায়ক কমিটি গঠিত

হারুন আহবায়ক ও দুলাল সদস্য সচিব
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এবং সে সাথে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল ১৯জুলাই বিষয়টি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন ও সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিমের স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির কার্যক্রমকে গতিশীল করার লক্ষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সে সাথে মো.হারুন অর রশিদ মজুমদারকে আহ্বায়ক এবং মো. শরিফুল ইসলাম দুলালকে সদস্য সচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

অভিনন্দন ও কৃতজ্ঞতা :
চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মো.হারুন অর রশিদ মজুমদার এবং সদস্য সচিব মো. শরিফুল ইসলাম দুলাল এক বিবৃতিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন ও সদস্য সচিব হাজী জসিম উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জানান তাদের কমিটিকে অনুমোদন করার জন্য। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার প্রতি। নেতৃবৃন্দ বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বর্তমান চলমান সরকার বিরোধী এক দফার আন্দোলন চৌদ্দগ্রাম পৌরসভায় সর্বাত্মক পালন করে স্বৈরাচারী হাসিনা সরকারকে বিদায় করা হবে ইনশাআল্লাহ।