বরুড়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক মাহমুদুল হাসান

ছোটতুলাগাঁও মহিলা কলেজের প্রভাষক তিনি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

আবু সুফিয়ান রাসেল।।

জাতীয় শিক্ষা সপ্তাহ —২০২৩ এ বরুড়া উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান। গত ১৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মোস্তফা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে সর্বোচ্চ ৬৮ নাম্বার পেয়ে ১ম স্থান অর্জন করেন বরুড়া উপজেলার ছোটতুলাগাঁও মহিলা কলেজের প্রভাষক মাহমুদুল হাসান। তিনি ১৯৮৬ সালে একই উপজেলার জিনসার গ্রামে জন্মগ্রহন করেন। শিক্ষাজীবনে তিনি হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে একই কলেজ থেকে রসায়ন বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণীতে এমবিএ সম্পন্ন করে বর্তমানে উচ্চতর গবেষণায় নিয়োজিত রয়েছেন। কর্মজীবনের শুরুতে তিনি কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের প্রভাষক ছিলেন ও পরবর্তীতে বরুড়ার ছোটতুলাগাঁও মহিলা কলেজে যোগদান করেন। সফলতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, একজন শিক্ষক হিসেবে চেষ্টা করি নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে। পড়াশোনাকে শিক্ষার্থীদের সামনে সহজাবে উপস্থাপন করে শিক্ষাভীতি দূর করতে। আগামী দিনগুলোতে উদ্ভাবনী শিক্ষার সারথি হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে উপস্থাপন করতে চাই।

উল্লেখ্য গত ৫ এপ্রিল শিক্ষা মন্ত্রনালয় সচিব সোলেমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারা দেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। এরই ধারাবাহিকতায় দেশের সকল জেলা—উপজেলায় শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩।