এতিম পথশিশুদের মুখে হাসি ফুটালেন সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ঈদের নতুন জামা কিনে দিয়ে ছিন্নমূল এতিম পথ শিশুদের মুখে হাসি ফুটালেন বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা। রবিবার (৭এপ্রিল) উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারে বাঁঙলা রেঁস্তোরায় ইফতার মাহফিল অনুষ্ঠানে পথশিশুদের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান ।
বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন এ মুরাদের সভাপতিত্বে ও সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য শাহেদুল আলম শাহেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল খায়ের , ১৫নং নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কন্ঠের প্রতিনিধি আজিজুর রহমান রনি, আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম দিপু, এসময় অতিথিরা বলেন, সাংবাদিকতা যে একটি মহান পেশা তা আজকের ইফতার মাহফিলে না আসলে বুঝা যেতো না। সাংবাদিকগন তাদের লেখনির মাধ্যমে বহু ভালো কাজ করলেও এই প্রথম দেখলাম পথশিশুদের নিয়ে একটি ব্যাতিক্রম আয়োজন করতে। সাংবাদিক সমিতির এমন মহৎ কর্ম মানবতার কল্যানে বেঁচে থাকুক। সকল অপশক্তিকে প্রতিরোধ করে প্রতিটি ভালো কাজে ঐক্যবদ্ধ হউক মুরাদনগর সাংবাদিক সমাজ।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি ওমর ফারুক তাপস, মাছরাঙ্গা টিভি কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, জেলা সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক জসিম উদ্দিন , দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রির্পোটার মোস্তাফিজুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর উপজেলার সাধারন সম্পাদক রায়হান চৌধুরী।
সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মমিনুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি শামীম আহম্মেদ, আনোয়ার হোসেন মোল্লা ,সাংবাদিক সমিতি মুরাদনগর শাখার সাধারন সম্পাদক মো. মোহাম্মদ জাকির হোসেন , সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম , অর্থ বিষষক সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আক্তার হোসেন ভূইয়া, সাংবাদিক সমিতি মুরাদনগর শাখার নির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন তুহিন, বিল্লাল হোসেন , কমিটির সদস্য মাওলানা আবু ইউসুফ, গৌরাঙ্গ দেবনাথ, প্রিয়ন্ত মজুমদার, শহিদুল ইসলাম ও মিজানুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক হাফেজ নজরুল ইসলাম।